১৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা দিয়েছে রাজস্ব বোর্ড

ই-বার্তা ডেস্ক।।  সর্বোচ্চ কর প্রদানকারী ১৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদানের মাধ্যমে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

বৃহস্পতিবার রাতে রাজধানীর রেডিসন হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এসময় অর্থমন্ত্রী বলেন, দেশে চার কোটি মানুষ কর প্রদানে সক্ষম হলেও করের আওতায় আসেননি। এর কারণ মানুষের মধ্যে এখনো কর ভীতি কাজ করে। আবার আচরণ (কর্মকর্তাদের) ভালো পায় না। অনেকের ধারনা, কর দেওয়া শুরু করলে আর বের হতে পারবে না। 

তিনি আরও বলেন, করের হার কমিয়ে আওতা বাড়ানো হবে। তবে লক্ষ্যমাত্রা কমানো হবে না। কীভাবে করের আওতা বাড়িয়ে কর হার কমিয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু