১৭০ বারের হারও থামাতে পারেনি এই প্রার্থীকে

ই-বার্তা ডেস্ক।।  বারবার ব্যর্থ হয়েও নিজের মতো করে ভোটে লড়ে যাচ্ছেন এক লোক। নেই চেষ্টার কোন কমতি। দুই-চার বার নয় এ পর্যন্ত মোট ১৭০ বার ভোটে লড়েছেন। কিন্তু প্রত্যেকটি ভোটেই হেরেছেন তিনি! গণতন্ত্রে যে কেউ ভোটে দাঁড়াতে পারেন, এই বার্তা ছড়িয়ে দিতেই এমন রেকর্ড গড়ার দৌড়ে সামিল হয়েছেন তিনি ।

কে পদ্মরাজন পেশায় ছিলেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। এরপরে শুরু করেন ব্যবসা। শুধু স্থানীয় ও লোকসভা ভোট নয়, রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাম লেখানোর কৃতিত্বও রয়েছে তার নামে। ১৯৮৮ সাল থেকে ভোটে লড়ছেন তিনি।

এতবার হেরেও হাল ছাড়েননি তামিলনাড়ুর সালেম জেলার বাসিন্দা কে পদ্মরাজন। এ কারণে ইলেকশন কিং বা নির্বাচনের রাজা নামে পরিচিতি লাভ করেছেন পদ্মরাজন।

অটল বিহারী বাজপেয়ী, জয়ললিতা, করুণানিধি, একে অ্যান্টনি, নরসিমহা রাও, এসএম কৃষ্ণ- সবার বিরুদ্ধে ভোটে লড়েছেন পদ্মরাজন।

উল্লেখ্য, পদ্মরাজনের এই সবকয়টি ভোটে হেরে প্রায় ২০ লক্ষ টাকা হারিয়েছেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান