২০১৮ ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের ফেভারিট

আব্দুল্লাহ আল ইমরান 

 

ই-বার্তা স্পোর্টস ডেস্কঃ  রাশিয়া ২০১৮ ফুটবল বিশ্বকাপের এই টানটান উত্তেজনাই  কোন দলকে গ্রুপ পর্বের ফেভারিট  বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে?

 ২০১৮ ফুটবল বিশ্বকাপের ধারাবাহিক প্রতিবেদনের……

পর্ব – ২

 গ্রুপ পর্বের ফেভারিট

 

গ্রুপ এ

গ্রুপ এ-তে আছে স্বাগতিক রাশিয়া, ল্যাটিন পরাশক্তি উরুগুয়ে, আফ্রিকার দেশ মিশর ও এশিয়ার সৌদি আরব৷ এর মধ্যে সুয়ারেজ, কাভানির উরুগুয়েকেই ফেবারিট মানছেন সবাই৷বাছাইপর্বে সবচেয়ে বেশী ১০ টি গোল করেছেন কাভানি। তবে সবার চোখ থাকবে লিভারপুল তারকা মোহামেদ সালাহ’র দিকে৷

মোহামেদ সালাহ আছেন দুর্দান্ত ফর্মে বাছাইপর্বের ৫ টি ম্যাচ খেলে ৫ টি গোল করেছেন। ইংলিশ প্রিমিয়ার লীগের সেরা ফুটবলার ও সর্বোচ্চ গোলদাতার পুরুস্কার উঠেছে তাঁর হাতে। তাঁর উপর ভর করে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে যেতে পারেমিশর।

 

গ্রুপ বি

টিকিটাকা কৌশলের স্পেন ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের সঙ্গে বি গ্রুপে আছে মরক্কো ও ইরান৷ কোনো অঘটন না ঘটলে স্পেন ও পর্তুগালই দেখবে দ্বিতীয় রাউন্ডের মুখ৷ এই বিশ্বকাপটি রোনাল্ডোর চতুর্থ বিশ্বকাপ৷ এবারো ফর্মের তুঙ্গে থাকা রোনাল্ডো দলের জন্য কতটা কী করতে পারেন তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা৷ তারকাখচিত স্পেনও এবার শিরোপার জন্য উন্মুখ৷স্পেনের নিউক্লিয়াস  আন্দ্রেস ইনিয়েস্তার শেষ বিশ্বকাপ। ২০১০ বিশ্বকাপের ফাইনালেতাঁরগোলেই একমাত্র বিশ্বকাপশিরোপা জেতে স্পেন।যদিও গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ফেভারিট স্পেন।

 

গ্রুপ সি

ফ্রান্স, ডেনমার্ক, পেরু ও অস্ট্রেলিয়া নিয়ে গ্রুপ সি৷ শক্তিমত্তায় ফ্রান্স  এবারের শিরোপার লড়াইয়ে প্রথম সারিতে।বাকী তিন দলের জন্য এই গ্রুপটা উন্মুক্ত যে কেউ কোয়ালিফাই করতে পারে।গত বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেন এর সাথে বিদায় নেয়াসকারুদের জন্য এবার দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার সুযোগ আছে৷ ডেনমার্কেও আছেন কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়৷ আর ১৯৮২ সালের পর এই প্রথম বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়া পেরু না হয়ে ওঠে ডার্কহর্স৷

 

গ্রুপ ডি

লিওনেল মেসিরআর্জেন্টিনার গ্রুপ এটি৷ আরো আছে ইভান রাকিতিচ ও লুকা মডরিচ এর ক্রোয়েশিয়া, সুপার ঈগল নাইজেরিয়া ও আইসল্যান্ড৷ মেসিনির্ভর আর্জেন্টিনা যে গ্রুপ পর্ব সহজেই পেরিয়ে যাবে সে বিষয়ে খুব একটা সন্দেহ নেই৷ তবে ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপে জায়গা করে নেয়া আইসল্যান্ড ইউরো কাপের মত অঘটন ঘটালে অবাক হওয়ার কিছু থাকবে না৷ অন্যদিকে, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া দুই দলই নির্ভর করছে তাদের অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর৷

 

গ্রুপ ই

সাম্বার দেশ ব্রাজিল এমন একটি দল যারা সবসময়ই শিরোপার দাবিদার৷ তবে ২০০২ সালের পর আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের৷ তারকাখচিত ব্রাজিল দল খেলছে তিতের অধীনে সাম্বার ছন্দে৷সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জিতেছে একমাত্র ব্রাজিল৷ এবার তাদের সামনে ষষ্ঠ সাফল্যের সুযোগ৷

ই গ্রুপে আর যারা আছে, তাদের মধ্যে কোস্টারিকাকে এগিয়ে রাখা যায়৷গত বিশ্বকাপের ডেথ গ্রুপ থেকে ইংল্যান্ড ও ইতালিকে বিদায় করে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল কোস্টারিকা। এছাড়া আছে সার্বিয়া ও সুইজারল্যান্ড৷

 

গ্রুপ এফ

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আছে এই গ্রুপে৷ জার্মানরা এবারো শিরোপার দাবিদার৷ গ্রুপ পর্বে খুব একটা বাধা পাবে না২০০২ এর সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া ও সুইডেনের কাছ থেকে৷ তবে হাভিয়ের হার্নান্দেজের মেক্সিকোর সঙ্গে গ্রুপ পর্বে লড়াইটা জমবে বলে মনে হচ্ছে৷ এই গ্রুপে ফেবারিট দল এই দুইটিই।

 

গ্রুপ জি

ইংলিশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাহ্যারিকেনেরইংল্যান্ড  আছে এই গ্রুপে৷শেষ দুই বিশ্বকাপে গ্রুপ পর্বই পেরুতে পারেনি থ্রি লায়ন্সরা৷ তবে এবার সে সম্ভাবনা আছে তাদের সামনে৷আছেশক্তিশালী বেলজিয়ামও৷ আর আছে পানামা ও তিউনিশিয়া ৷ এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন এবং রোমেলু লুকাকুর বেলজিয়াম গ্রুপের ফেবারিট৷ তবে পানামা ও তিউনিশিয়া অঘটন ঘটাতে উদগ্রীব৷ দুই দলই ভালো খেলেছে বাছাই পর্বে৷

 

গ্রুপ এইচ

গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাহামেস রডরিগেজের কলম্বিয়া গতবার যে চমক দেখিয়েছে তা এবার কতটা ধরে রাখতে পারবেবোঝা যাবে গ্রুপ পর্বেই৷ কারণ, গ্রুপে আছে লেভানডস্কির শক্তিশালী পোল্যান্ড৷আছে সাদিও মানের জায়ান্ট কিলার সেনেগাল ও এশিয়ার পরাশক্তি জাপান৷ পোলিশরা ফেবারিট হলেও কোন দু’টি দল শেষ ষোল নিশ্চিত করবে, তা এখনই বলা যাচ্ছে না৷এটিই গ্রুপ অফ ডেথ৷

 

 

 

 

ই-বার্তা/ আল ইমরান