২০২৫ সালের মধ্যে ভারতের পেটে যাবে পাকিস্তানঃ আরএসএস নেতা

ই- বার্তা ডেস্ক।।  ভারতের হিন্দুত্ববাদী একটি সংগঠনের  শীর্ষস্থানীয় এক নেতা বলেছেন, ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান।  আরএসএস-র ওই নেতা ইন্দ্রেশ কুমার শনিবার কাশ্মীর ইস্যুতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন।

ইন্দ্রেশ বলেন, আপনারা লিখে রাখুন আজকে থেকে পাঁচ-সাত বছর পর করাচি, লাহোর, রাওয়ালাপিন্ডি ও শিয়ালকোটে ঘরবাড়ি কিনতে বা ব্যবসা করতে পারবেন।

তিনি আরও বলেন, ১৯৪৭ সালের আগে পাকিস্তান ছিল না।  ১৯৪৫ সালের আগে মানুষজন এটাকে  হিন্দুস্তানের অংশ বলতো।  ২০২৫ সালের পর এটি আবারও হিন্দুস্তান তথা ভারতের  অংশ হবে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিল রেখে ‘অখণ্ড ভারত’ প্রতিষ্ঠার লক্ষ্যে দিল্লি সরকার কাজ করছে বলেও মন্তব্য করেছেন ইন্দ্রেশ।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ