২০ হাজার কর্মীর কাছে উন্মুক্ত ছিল ৬০ হাজার ফেসবুক পাসওয়ার্ড

ই-বার্তা ডেস্ক।।  প্রায় ৬০ কোটি ফেসবুক  ব্যবহারকারীর ফেসবুক পাসওয়ার্ড ফেসবুকের ২০ হাজার কর্মীর কাছে উন্মুক্ত ছিল।  নিরাপত্তা গবেষক ব্রায়ান ক্রেবস ফেসবুকের তথ্য সুরক্ষা ব্যর্থতার এ খবর ফাঁস করেছেন।  ফেসবুকের একজন কর্মীর কাছ থেকে তিনি এর প্রমাণ পেয়েছেন।

প্রতিটি ব্যবহারকারীর পাসওয়ার্ড ফেসবুকে সাংকেতিকভাবে থাকার কথা, যাতে অন্য কেউ সেগুলো দেখতে না পারে। 

ক্রেবস জানিয়েছে , এই ৬০ কোটি পাসওয়ার্ড সাধারণ টেক্সট আকারে ছিল।  ফলে ফেসবুকের ২০ হাজার কর্মীর যে কেউ চাইলেই এসব পাসওয়ার্ড দেখতে পারতেন।

তবে ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, এ সমস্যার সমাধান করা হয়েছে।  এসব পাসওয়ার্ড এখন ফেসবুকের অভ্যন্তরীণ সার্ভারে সংরক্ষণ করা হয়েছে।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ