২১ অক্টোবর সরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু

ই- বার্তা ডেস্ক।।   ২১ অক্টোবর থেকে শুরু হবে দেশের সরকারি ৩৬টি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ভর্তি কার্যক্রম। 

ভর্তি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে আগামী বছরের ১১ জানুয়ারি।

গতকাল মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ (২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৯ হাজার ৪১৩ পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ ও মেয়ে ২৬ হাজার ৫৩১ জন।

ভর্তি কার্যক্রম চলাকালে মেধা ও পছন্দের ভিত্তিতে সরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে স্ব স্ব কলেজের অফিস শাখায় যোগাযোগ করতে হবে।