২৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি

ই- বার্তা ডেস্ক।।   বিএনপি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের ২৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।

গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাতে দলটির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নিম্নে বর্ণিত নেতৃবৃন্দকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন-

১. মোছাম্মাৎ সুরাইয়া জেরিন রনি, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বগুড়া জেলা শাখা
২. মোছাম্মাৎ কহিনুর আক্তার, সাবেক পরিকল্পনা বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপি বগুড়া
৩. মো. এহসানুল বাশার জুয়েল, বিএনপি নেতা-গাবতলী উপজেলা শাখা, বগুড়া
৪. মোছাম্মাৎ সহমিনা আকতার বানু, সাবেক সদস্য-গাবতলী উপজেলা বিএনপি, বগুড়া
৫. মোছাম্মাৎ মমতা আরজু কবিতা, সাবেক সভাপতি-কাহালু উপজেলা মহিলা দল, বগুড়া
৬. মোছাম্মাৎ জুলেখা বেগম, সাবেক যুগ্ম আহবায়ক-শাহজাহানপুর উপজেলা বিএনপি, বগুড়া
৭. মহিদুল ইসলাম গফুর, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক-সদর থানা বিএনপি, বগুড়া
৮. মোছাম্মাৎ গোলাপী বেগম, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক-সারিয়াকান্দি উপজেলা বিএনপি, বগুড়া
৯. মোছাম্মাৎ রঞ্জনা খান, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক-সোনাতলা উপজেলা বিএনপি, বগুড়া
১০. জিয়াউল হক রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক-সোনাতলা উপজেলা বিএনপি, বগুড়া
১১. মো. জাহাঙ্গির আলম, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি, বগুড়া
১২. অ্যাড. মোছা. রহিমা খাতুন মেরী, মহিলা দল নেত্রী, শাহজাহানপুর উপজেলা, বগুড়া
১৩. শিমুল সরকার, সাবেক সাধারণ সম্পাদক-৬ নং ওয়ার্ড বিএনপি, গাবতলী উপজেলা, বগুড়া
১৪. খালেদা আক্তার (নয়নতারা), সাবেক সদস্য-সোনাতলা উপজেলা মহিলা দল, বগুড়া
১৫. মো. আলেকজান্ডার, সাবেক সভাপতি-ধুনট পৌর বিএনপি, বগুড়া
১৬. আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক সভাপতি-ধুনট পৌর বিএনপি, বগুড়া
১৭. প্রভাষক মো. শাহাবুদ্দিন, সাবেক সভাপতি-কাহালু থানা কৃষক দল, বগুড়া
১৮. মো. কায়েম উদ্দিন, সাবেক সভাপতি-পৌর বিএনপি, চারঘাট-রাজশাহী
১৯. মো. বাবর আলী বিশ্বাস, সাবেক সদস্য-ভোলাহাট উপজেলা বিএনপি, চাঁপাই নবাবগঞ্জ
২০. মোছাম্মাৎ রেশমাতুল আরজ রেখা, মহিলা দল নেত্রী-ভোলাহাট উপজেলা, চাঁপাই নবাবগঞ্জ
২১. অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, সাবেক সহ-সভাপতি, হবিগঞ্জ জেলা বিএনপি
২২. সাহিদা আক্তার সেপু, সাবেক সভাপতি বোয়ালখালী উপজেলা মহিলা দল, চট্রগ্রাম
২৩. আসাদুজ্জামান জামান এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, নড়াইল জেলা বিএনপি।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম