২৩ বছরের রেকর্ড ভাঙলেন এলগার

ই-বার্তা ডেস্ক।।  বিশাখাপত্তনম টেস্টে আগে ব্যাট করতে নেমে রান পাহাড় গড়েছিল ভারত। সেই রান তাড়ায় দক্ষিণ আফ্রিকাকে লড়াই করার মোমেন্টাম দিয়েছেন ওপেনার ডিন এলগার। ১৮ বাউন্ডারি এবং ৪ ওভার বাউন্ডারিতে খেলেছেন দুর্দান্ত ১৬০ রানের ইনিংস। ওই ইনিংসের সৌজন্যেই এলগার পেরিয়ে গেছেন তার দেশের সাবেক তারকা গ্যারি কারস্টেনের রেকর্ড।   

এতদিন টেস্টে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল গ্যারি কারস্টেনের। কলকাতায় ১৯৯৬ সালে ইডেন গার্ডেন্সে ১৩৩ করেছিলেন তিনি। এবার বিশাখাপত্তনম টেস্টে ১৬০ রানের ইনিংস খেলে তাকে ছাড়িয়ে গেলেন এলগার। পাশাপাশি, ২০০৬ সালের পরে দক্ষিণ আফ্রিকার কোনো বাঁ হাতি ব্যাটসম্যান হিসেবে প্রথম সেঞ্চুরির কৃতিত্বও অর্জন করলেন তিনি। 

ভারতের বিপক্ষে এলগারের ১৬০ রান এলগারের ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। ভারতের বিপক্ষে কোনও প্রোটিয়া ব্যাটসম্যানের করা এটা অষ্টম সর্বোচ্চ ব্যক্তিগত রান। ভারতের দুই ওপেনারই যেমন সেঞ্চুরি করেছেন, তেমনই দক্ষিণ আফ্রিকার ওপেনারদের মর্যাদা রক্ষা করেছেন এলগার। এর আগে শেষবার ভারতে এসে বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি করেছিলেন অ্যালিস্টার কুক। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু