২ দিনের মধ্যে মানহীন ৫২ পণ্য বাজার থেকে সরানোর নির্দেশ হাকোর্টের

ই-বার্তা ডেস্ক।।  দুই দিনের মধ্যে ৫২ মানহীন পণ্য বাজার থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  সেই সাথে আদালত অবমাননার অভিযোগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ১৬ জুন আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।  অবহেলার জবাব দুই সপ্তাহের মধ্যে আদালতকে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় প্রতিষ্ঠানটির প্রতি তীব্র ক্ষোভ জানিয়ে আদালত বলেন, হাইকোর্টকে হাইকোর্ট দেখাবেন না।  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চোখের ধোঁকা দিয়েছে।  ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের চাকরি না করে বাসায় গিয়ে রান্না করারও পরামর্শ দেন আদালত।

এর আগে গত ১২ মে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় প্রমাণিত বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমানের পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু