৩২ জন ফিলিস্তিনিকে হত্যার পর অস্ত্রবিরতিতে রাজি ইসরাইল

ই-বার্তা ডেস্ক।।  এএফপি জানিয়েছে, গাজা উপত্যকায় দুই পক্ষই অস্ত্রবিরতিতে রাজি হয়েছে।  বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকে এ চুক্তি কার্যকর হতে যাচ্ছে।    

মিসরীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, মিসরীয় চেষ্টায় এই অস্ত্রবিরতি এসেছে। ইসলামিক জিহাদসহ ফিলিস্তিনি পক্ষগুলোও এতে সম্মতি দিয়েছে। 

ইসরাইলি হানাদার বাহিনীর বিমান হামলায় গত তিন দিনে ৩২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছেন, বৃহস্পতিবার নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন।

মঙ্গলবার সকালে ইসরাইলি গুপ্তহত্যায় প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের এক কমান্ডার নিহত হয়েছেন। এরপরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আবু মালহুসের পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন। উত্তর গাজার দির আল-বালাহে তাদের বাড়িতে বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

অস্ত্রবিরতি ঘোষণার পর মর্গের বাইরে এবং জানাজায় হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য ফিলিস্তিনিরা শোক প্রকাশ করেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু