৪০তম বিসিএস পরীক্ষার তারিখ পিছালো

ই-বার্তা ডেস্ক ।।  ৪০তম বিসিএস পরীক্ষা আয়োজনে সম্প্রতি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের চিঠি পাঠানো হয়েছিল।

আগামী ৩ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ২ এবং ৪ মে এইচএসসি পরীক্ষা। ফলে ওইদিন বিসিএস পরীক্ষা আয়োজনে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ সাড়া দেয়নি বলে জানা গেছে।

এ কারণে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা যায়নি।

 সোমবার পিএসসি জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। নির্ধারিত সময়ের মধ্যে রেকর্ডসংখ্যক প্রার্থীর আবেদন জমা হয়। প্রায় সাড়ে ৪ লাখ প্রার্থী আবেদন করেন।

এবারের পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর আগে আগামী ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভ্যাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ীই, প্রস্তুতি শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া