৪৬৭ দিন পর ফিরলেন রাষ্ট্রদূত মারুফ জামান

ই-বার্তা ডেস্ক ।।  সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান এক বছর তিন মাস নিখোঁজ থাকার পর বাসায় ফিরেছেন। তিনি সুস্থ আছেন। গতকাল শনিবার পুলিশ এবং পরিবার সূত্রে এ তথ্য জানা যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লতিফুর রহমান বলেন, আমরা শুনেছি মারুফ জামান বাসায় ফিরেছেন। আমাদের পুলিশ কর্মকর্তারা তাদের বাসায় গেছেন।

এ ছাড়াও মারুফ জামানের মেয়ে শবনম জামান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তার বাবার ফিরে আসা নিয়ে। তিনি লিখেছেন, ‘আমার বাবা সাড়ে ১৫ মাস বা ৪৬৭ দিন পর ফিরে এসেছেন। আমি ও আমার বোন কৃতজ্ঞ তাদের কাছে, যারা এই সময় আমাদের সহযোগিতা করেছেন।’ তিনি তার স্ট্যাটাসে এ বিষয়ে আর কিছু না জানতে চাইতে সবাইকে অনুরোধ করেছেন।

জানা যায়, ২০১৭ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ৯/এ বাসা থেকে বিমানবন্দর যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন মারুফ জামান। এ ঘটনায় পরদিন দুপুরে তার মেয়ে সামিহা জামান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিটি থানা পুলিশ ও ডিবি তদন্ত করেছে। তবে তারা তার কোনো হদিস দিতে পারেননি।

মারুফ জামান রাষ্ট্রদূত হিসেবে ২০০৮ সালের ৬ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে কর্মরত ছিলেন। এর আগে তিনি কাতারে রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি অবসর নেন। পরিবারের সঙ্গে তিনি ধানমন্ডির বাসায় থাকতেন। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডির বাসা থেকে প্রাইভেট কারে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় তার মেয়ে সামিহা জামান বিদেশ থেকে বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ছিল। মেয়েকে আনতেই তিনি বিমানবন্দরে যাচ্ছিলেন। কিন্তু এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পরদিন মারুফ জামানের ব্যক্তিগত গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের ৩০০ ফুট সংযোগ সড়ক থেকে উদ্ধার করে পুলিশ।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া