৪ হাজার নতুন বাস ঢুকছে ঢাকায়

ই-বার্তা ডেস্ক।।  রাজধানীর উত্তরা এবং মতিঝিলেও  চালু হতে যাচ্ছে চক্রাকার বাস সার্ভিস। নির্দিষ্ট কোম্পানির তত্ত্বাবধানে নামানো হবে সাড়ে চার হাজার বাস।  প্রতিটি বাসেই পাস কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়া যাবে।

বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে দক্ষিণ নগরভবনে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, এপ্রিল মাসের শেষ সপ্তাহে মতিঝিলে ও মে মাসের প্রথম সপ্তাহে উত্তরায় চক্রাকার এ বাস সার্ভিস চালু হবে। পাশাপাশি যানজট নিরসনেও চক্রাকার বাস সার্ভিস ভূমিকা রাখবে। প্রতিটি বাসেই র‌্যাপিড পাস কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়া যাবে।

তিনি আরো বলেন, নির্দিষ্ট কোম্পানির তত্ত্বাবধানে সাড়ে চার হাজার বাস নামানো হবে। পুরো রুট রেশনালাইজেশন কাজ শেষ হতে দুই বছর সময় লাগবে। কারণ এখানে টার্মিনাল, ডিপো, চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটের চক্রকার বাস সেবা এরই মধ্যে চালু হয়েছে। এখন হয়তোবা কিছুটা ক্রুটি-বিচ্যুতি রয়েছে। তবে আগামী ১৫ দিনের মধ্যেই যাত্রীরা এর সার্বিক সুবিধা ভোগ করতে পারবেন।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ