৬টি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করছে ভারত

ই-বার্তা ডেস্ক।।  বর্তমানে ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে আগ্রহী।  তারই ধারাবাহিকতায় এবার সাগরে অত্যাধুনিক প্রযুক্তির ছয়টি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন নামাচ্ছে ভারত।  দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে সাবমেরিন গুলো বানানোর প্রস্তাব পাস করে দিয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে নৌবাহিনীর জন্য বড় ধরনের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম গুলোতে জানানো হয়। 

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সাবমেরিনগুলো বানাতে ‘কৌশলগত অংশীদারিত্ব’ চাইবে ভারত।  ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সাগরে এই ছয়টি পারমাণবিক সাবমেরিন নামাতে পারলে, দেশের প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী হবে।  প্রযুক্তিগত ভাবে অগ্রগতি হবে ভারতের প্রতিরক্ষার।  এই ছয়টি সাবমেরিন তৈরি করতে ব্যয় হবে ৪০ হাজার কোটি রুপি।

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এ বৈঠকে ছয়টি সাবমেরিন ছাড়াও সেনাবাহিনীর জন্য পাঁচ হাজার ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু