৮ লাখ রোহিঙ্গা’কে ফেরত পাঠানোর চেষ্টা চলছেঃ পররাষ্ট্রমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।   পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার মধ্যে ৮ লাখকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। মিয়ানমারও তাদের ফেরত নিতে সম্মত হয়েছে। কিন্তু রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার মতো পরিবেশ এখনো তৈরি করতে পারেনি মিয়ানমার। এরপরও তাদের নিরাপদে সেখানে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

শনিবার দুপুরে সিলেট নগরীর মিরাবাজারস্থ মডেল হাইস্কুলের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গারাই একমাত্র নাগরিকত্বহীন জাতি। তাই তারা অনেকটা উগ্র। এজন্যই তারা হয়তো জার্মান সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। এ রকম ঘটনা সত্যিই দুঃখজনক।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডা. মুদাচ্ছের আলী, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এর আগে সকালে তিনি সিলেট সদর উপজেলার শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান