৯১তম অস্কার, সেরা অভিনেতা রামি মালেক

ই-বার্তা ডেস্ক।।  গোটা বিশ্বের চলচ্চিত্র জগতের কাছে সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার)।  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় অস্কারের ৯১তম আসর।  এসময় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।

স্থানীয় সময় রোববার (২৪শে ফেব্রুয়ারি) রাত ৮টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয়েছিল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।  এবার সর্বাধিক ৪টি বিভাগে সেরা হয়েছে সংগীতনির্ভর বায়োপিক ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’।  তবে সবাইকে চমকে দিয়ে এই আসরের সর্বোচ্চ পুরস্কার- সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে ‘প্রিন বুক’ ছবিটি ।

প্রতি বছরের মতো এবারও ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।  এবারের অস্কারে কোনো উপস্থাপক নেই। 

এবার সেরা ছবি হিসেবে বিবেচিত হয়েছে ‘গ্রিন বুক’।  বোহেমিয়ান ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরষ্কার জিতেছেন রামি মালেক।  সেরা অভিনেত্রী অলিভিয়া কোলম্যান।  তার অভিনীত ছবি দ্য ফেভারিট।  ‘রোমা’ ছবি পরিচালনার জন্য সেরা চলচ্চিত্র পরিচালকের পুরষ্কার পেয়েছেন আলফানসো কুয়ারন। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু