৯ বছর পর মধুর ক্যানটিনে ছাত্রদল

ই-বার্তা।।   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় ৯ বছর পর মধুর ক্যানটিনে গেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতা-কর্মীরা মধুর ক্যানটিনে যান।

ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি ও তাঁদের অবস্থান জানাতে আজ মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করবে ছাত্রদল। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার এ তথ্য জানান।

এ বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু ও সব শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উপাচার্য আখতারুজ্জামান স্যারকে সাত দফা দিয়েছি।

অন্য ছাত্রসংগঠনগুলো সহ পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করার দাবি তুলেছি। কিন্তু প্রশাসন একটা দাবিও মানেনি। সার্বিক বিষয় নিয়ে বুধবার সকালে আমরা কথা বলবো। 

তিনি বলেন, ডাকসু নির্বাচনের উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি। সহাবস্থান নিশ্চিত না করে ভোটকেন্দ্র হল থেকে না সরিয়ে প্রশাসন তফসিল ঘোষণা করেছে।

পরিবেশ পরিষদে বেশিরভাগ সংগঠনের দাবিকে অগ্রাহ্য করে একটি ছাত্র সংগঠনকে জেতানোর পায়তারা চলছে। সংবাদ সম্মেলনে আমরা দলের সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরবো।