স্বাধীনতাপন্থী কাশ্মীরনেতা কারাগারে

ই-বার্তা ডেস্ক।।  জননিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতাপন্থী নেতা ইয়াসিন মালিক’কে।

আটক ওই স্বাধীনতাপন্থী নেতা জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফ-এর প্রধান। তাকে জম্মুতে অবস্থিত বালওয়াল জেলে পাঠানো হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় একটি থানায় তাকে এতোদিন আটকে রাখা হয়েছিল।

তারসঙ্গে আরও ১৬০ স্বাধীনতাপন্থী ওই থানায় আটক ছিল বলে জানা গেছে।

ভারতীয় আইন অনুযায়ী ইয়াসিরকে কোনো ধরনের বিচার না করেই সর্বোচ্চ ২ বছর পর্যন্ত আটকে রাখা যাবে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী বোমা হামলায় সিআরপিএফের ৪৪ সেনা নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পর ব্যাপক এই ধরপাকর শুরু করেছে দেশটির নিরাপত্তাকর্মীরা।

ই-বার্তা/ মাহারুশ হাসান