কিশোরগঞ্জে হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধ

ই-বার্তা ডেস্ক।।  মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় অবস্থিত সার্কিট হাউজ সংলগ্ন ডুবাইল ও লামাপাড়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

একই সময় কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের গাইটাল এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে ব্যাপক বিক্ষোভ করে এলাকাবাসী। পুলিশ ১৮ রাউন্ড গুলি ছুঁড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘষের্র সময় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর করা হয়। এতে দুই নারী ও পাঁচজন পুরুষ আহত হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ সময় শট গানের ১৮ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান