১৪ বছর পর জীবিত উদ্ধার নোয়াখালীতে খুন হওয়া গৃহবধূকে!

ই-বার্তা ডেস্ক।।  চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউপির নবগ্রামে। সেখানে এক গৃহবধূকে ১৪ বছর পর জীবিত উদ্ধার করা হয়েছে। খতিজা খাতুন (৪০) নামে ওই গৃহবধূকে খুন করে লাশ গুম করার অভিযোগে ২০০৬ সালের জানুয়ারিতে তার ভাই থানায় মামলা করেছিলেন।

এদিকে ওই গৃহবধূর ভাই আবুল কাশেমের দায়েরকৃত মামলায় স্বামী দুলাল, বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি, ননদসহ ১০ জন গ্রেফতার হয়ে নোয়াখালী জেলা কারাগারে দীর্ঘ ৩-৯ মাস কারাভোগ শেষে জামিনে মুক্ত হন।

মঙ্গলবার গৃহবধূ খতিজা খাতুনকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হয়।

জানা যায়, কোম্পানীগঞ্জের উড়িরচর এলাকা থেকে গত সোমবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলার বোয়ালখালি নদীর ঘাটে আসেন ২০০৬ সালের জানুয়ারি থেকে নিখোঁজ ওই গৃহবধূ। এ সময় তার সঙ্গে ছিলেন তার বোনসহ অপর দুই স্বজন। ঘাটে আসামাত্র স্বামী দুলালসহ অপর আসামিরা গৃহবধূ খতিজাকে দেখে আটক করে কবিরহাট থানায় সোপর্দ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার পুলিশ থানা থেকে গৃহবধূ খতিজাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে। সেখানে তার ১৬৪ ধারা জবানবন্দি নেন ম্যাজিস্ট্রেট।

ই-বার্তা/ মাহারুশ হাসান