আম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছরের কিশোরীকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) ভোরে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

 

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভকে জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরও হয়েছে।

 

মামলার সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম মোহাম্মদ হোসেন (৬০)। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেটের পাশে রেললাইন সংলগ্ন এলাকায়।কিশোরীর বাবা মা ও খালা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। সে কারণে সকালে বাসায় তাকে একা রেখে যেতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরতেন।

 

শনিবার দুপুরে বাড়ির মালিক মোহাম্মদ হোসেন তাদের রুমে এসে তাকে আম খাওয়ানোর কথা বলে ধর্ষণের চেষ্টা করেন। পরে কিশোরীর চিৎকারে আশেপাশের মানুষ চলে আসলে সে পালিয়ে যায়। রাতে গার্মেন্টস থেকে ফিরে ঘটনা শুনার পর ওই কিশোরীর বাবা-মা থানায় অভিযোগ করেন।