ছাত্রদলের দুই বছরের কমিটি বহাল আছে পাঁচ বছর ধরে

ই-বার্তা ডেস্ক।।  বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটির প্রায় পাঁচ বছর হতে চলেছে কিন্তু এখনও ঘোষণা করা হয়নি নতুন কমিটি।  যদিও সংগঠনটির গঠনতন্ত্র অনুসারে দুই বছর পর পর কমিটি করার কথা থাকলেও সেটি মানা হচ্ছে না। 

সর্বশেষ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল ২০১৪ সালের ১৪ অক্টোবর।  সভাপতি হিসেবে রাজীব আহসান ও সাধারণ সম্পাদক হিসেবে আকরামুল হাসানকে নির্বাচিত করা হয়।  জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তখন ছাত্রনেতাদের পরিচয় নিশ্চিত করতে সবাইকে পদ দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।  দুই বছর মেয়াদের জন্য কমিটি করা হলেও এখনও বহাল আছে সেই কমিটি।  নতুন কমিটির ব্যাপারে এখনও কোন উদ্যোগ নেওয়া হয়নি। 

ছাত্রদলের গঠনতন্ত্রে দুই বছর পরপর কাউন্সিলের মাধ্যমে কমিটি করার কথা থাকলেও সেটি মানা হচ্ছে না।  শুধু তাই নয়, নিয়মিত ছাত্রদের বাদ দিয়ে অনিয়মিতদের কমিটিতে জায়গা হওয়ায় ক্ষোভ রয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে।  তাঁরা বলছেন, ছাত্রদল ছাত্রদের সংগঠন হওয়া সত্বেও সেখানে যখন নিয়মিত ছাত্ররা নেতৃত্ব বঞ্চিত হয়, তখন যোগ্য নেতৃত্ব গড়ে উঠার সম্ভাবনা থাকে না।  আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও নতুন নেতৃত্বের জন্য ছাত্রদলের নেতৃত্ব নিয়মিত ছাত্রদের হাতে তুলে দিতে হবে। 

কমিটির অনিয়মের বিষয়ে জানতে চাইলে বর্তমান কমিটির সহসভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আসলে শুধু ছাত্রদল নয়।  যেকোনো ছাত্রসংগঠনের সেন্ট্রাল (কেন্দ্রীয়) কমিটি নিয়মিত ছাত্রদের দিয়ে হয় না।  সেটা ছাত্রদল হোক, ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়নসহ যেকোনো ছাত্রসংগঠনই হোক না কেন। কেন্দ্রীয় কমিটিতে অপেক্ষাকৃত সিনিয়র, অভিজ্ঞ ও পরীক্ষিতদের দিয়ে কমিটি করা হয়।  তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলো নিয়মিত ছাত্রদের দিয়ে করা উচিত।  কারণ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাই ছাত্ররাজনীতি করবে।’

তিনি বলেন, ‘ছাত্রদলের কমিটি দীর্ঘদিন না হওয়ার পেছনে অন্যতম আরেকটি কারণ আছে।  সেটি হলো, আমরা ১০ বছরের বেশি সময় বিরোধী দলে আছি।  এ সময় সরকারের নানা দমন-নিপীড়নের কারণে ইচ্ছে থাকলেও কমিটি করা সম্ভব হয়ে ওঠেনি।  তবে বিএনপির হাইকমান্ড খুবই আন্তরিক ছাত্রদলের কমিটির বিষয়ে।  আশা করছি, খুব দ্রুত ছাত্রদলের নতুন কমিটি হবে।’ 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু