বর যাত্রীবোঝাই ট্রাক খাদে পরে গুজরাটে নিহত ৩০

ই-বার্তা  ডেস্ক।। বর যাত্রীবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ভারতের গুজরাটে । এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাংঘোলার রাজকোট-ভাবনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

গুজরাট পুলিশ জানিয়েছে,

 

ট্রাকে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বরযাত্রীরা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিং ভেঙে রাস্তার পাশের বড় নালার মধ্যে পড়ে যায় সেটি। এতে ঘটনাস্থলেই ২৬ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

 

গুজরাট পুলিশের ইন্সপেক্টর কে জে কাদাপদা জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতদের বেশিরভাগই শিশু ও নারী।ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানান তিনি।