বাংলাদেশ কি করতে পারে তা জানা আছে কিউইদের

ই-বার্তা ডেস্ক।।   আজ বাদে কাল কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। আর টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে তাদের নিয়ে বেশ সতর্ক স্বাগতীকরা।

বুধবারের ম্যাচে নামার আগে তাই ভীষণ সতর্ক নিউজিল্যান্ড ক্রিকেট দল। ম্যাকলিন পার্কে দলের অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলকে বিপজ্জনক উল্লেখ করে কিউই অলরাউন্ডার টড অ্যাস্টল বলেন, ‘আমি সবসময়ই মনে করি তারা বিপজ্জনক দল। তারা নিশ্চিতভাবেই ভালো রান করতে পারে। এছাড়া তাদের স্পিনের বিপক্ষে এটা বেশ কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করি । দেখতে হবে আমরা তাদের কতটা পরীক্ষা নিতে পারি এবং চাপে ফেলে ম্যাচটা জিততে পারি কি-না।’

ভারতের বিপক্ষে ওয়ানডেতে হারলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঠিকই ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। সে সিরিজের ইতিবাচক দিকগুলো বাংলাদেশের বিপক্ষেও কাজে লাগানোর কথা জানান ৩২ বছর বয়সী এ লেগস্পিনিং অলরাউন্ডার।

অ্যাস্টল বলেন, ‘ছেলেরা মাঠে নামতে মুখিয়ে রয়েছে। (ভারতের বিপক্ষে) দারুণ একটি টি-টোয়েন্টি সিরিজের পর ছেলেরা এখন ভালো অবস্থায় রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে না। তারা আমাদের চ্যাম্পিয়নস ট্রফিতে হারিয়েছিল। তাই আমাদের এই জায়গায় প্রমাণের অনেক কিছুই রয়েছে। আশা করছি আমরা তাদের কঠিন পরীক্ষায় ফেলতে পারবো।’

ই-বার্তা/ মাহারুশ হাসান