ঐক্যফ্রন্ট নেতাদের অাপ্যায়নে যা থাকছে গণভবনে

ই-বার্তা ডেস্ক ।।    বহুল আলোচিত সংলাপ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।  বিএনপিসহ বেশ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ও সরকারে থাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের মধ্যে এ সংলাপ হবে।

 

দুই পক্ষ গণভবনের নীচ তলার কনফারেন্স কক্ষে সন্ধ্যা ৭টায় সংলাপে বসবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৩জন এবং  ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১৬ জন উপস্থিত থাকবেন।

 

প্রধানমন্ত্রী গণভবনে ঐক্যফ্রন্ট নেতাদের অাপ্যায়ন করাবেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপকে সংলাপের চিঠি ড. কামাল হোসেনের কাছে পৌঁছে দেয়ার সময় তার পছন্দের খাবারের নামও জেনে আসতে বলেছিলেন।

 

এক সূত্রে জানা যায়, ইতোমধ্যে খাবারের মেন্যু ঠিক করা হয়েছে নেতাদের অাপ্যায়নে । মেন্যুতে রয়েছে- চিজ কেক, পিয়ারু সর্দারের মোরগ পোলাও, চিতল মাছের কোপ্তা, রুই মাছের দো-পেঁয়াজা, চিকেন ইরানি কাবাব, বাটার নান, মাটন রেজালা, বিফ শিক কাবাব, মাল্টা, আনারস, জলপাই ও তরমুজের ফ্রেশ জুস।

 

তাছাড়া আরো থাকবে, চিংড়ি ছাড়া টক-মিষ্টি স্বাদের কর্ন স্যুপ, চিংড়ি ছাড়া মিক্সড নুডলস, মিক্সড সবজি, সাদা ভাত, টক ও মিষ্টি উভয় ধরনের দই, মিক্সড সালাদ, কোক ক্যান এবং চা ও কফি।

 

 

 

 

ই-বার্তা / ডেস্ক