ডা. জাফরুল্লাহর মাছ চুরির মামলা নিয়ে প্রধানমন্ত্রীকে কি বলবেন

ই-বার্তা ডেস্ক ।।  গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন আমি ব্যক্তিগত সম্পদে বিশ্বাস করি না, আমি সমাজতন্ত্রী।  মাছ চুরির মামলা দেয়া হয়েছে আমার নামে। এটা কোনো কথা। হয়রানি ছাড়া এটা কিছুই না। ডা. জাফরুল্লাহ গতকাল সন্ধ্যায় এক টকশোতে  অংশ নিয়ে এসব কথা বলেন। 

 

ডা, জাফরুল্লাহ ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণভবনে সংলাপে যাচ্ছেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেখানে দেখা হবে।তিনি মাছ চুরির মামলা প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী আমাকে যদি জিজ্ঞেস করে তখন বলবো, চোরাই মাছ আপনার কাছে পাঠিয়েছিলাম, খেয়ে আনন্দ পেয়েছেন তো।

 

ডা. জাফরুল্লাহ এর আগে বলেন,  প্রধানমন্ত্রী প্রাণবন্ত ও সুষ্ঠু নির্বাচন চান আমি মনে করি।  আমরা লিখিতভাবে জানিয়েছি আমাদের সংলাপের বিষয়বস্তু।  যে কথাগুলো প্রধানমন্ত্রী বারেবারে বলেন- সুষ্ঠু নির্বাচন, জনগণকে ভোটের অধিকার দেয়া।তিনি তার কথাগুলো কাজে পরিণত করবেন, আমি আশা করি।

 

সাত দফার অধিকাংশই সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে জানায় আওয়ামী লীগ।  ডা. জাফরুল্লাহ এর প্রেক্ষিতে বলেন, এটা কথার কথা বলেছে। আপনারা আলোচনায় বসার আগে প্রধানমন্ত্রীর হাত-পা বেঁধে দেবেন না।

 

 

 

 

 

 

ই-বার্তা / ডেস্ক