ইমরান শান্তিতে নোবেল পেয়ে গেছেনঃ ওয়াসিম আকরাম

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে ভারতে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান।  অভিনন্দনকে ফেরত দেয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। 

ভারতীয় পাইলটকে ফেরত দেয়ায় ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি উঠেছে।  পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান অবশ্য বলছেন এই পুরস্কারের যোগ্য তিনি নন।  

ইমরান খান টুইটারে লেখেন, নোবেল শান্তি পুরস্কারের যোগ্য আমি নই।  এই পুরস্কারের যোগ্য সে, যে কাশ্মীরকে নিয়ে ভারত-পাকিস্তানের বিবাদ মেটাতে পারে। 

ইমরানের প্রশংসা করে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম টুইটারে লেখেন, আপনার অধীনে দেশের মানুষ ভালো আছে, শান্তিতে আছে, ইতিবাচক ও নিরাপদ অনুভব করছে। নেতা, আপনার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দরকার নেই।  আমাদের চোখে আপনি এর মধ্যেই নোবেল শান্তি পুরস্কার পেয়ে গেছেন।  

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ভারতের ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হয়।  পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে।  ভারত দাবি করে পাকিস্তানের ইনধণেই এই হামলা চালিয়েছে জঙ্গিরা।  কিন্তু শুরু থেকেই পাকিস্তান ভারতের এই দাবি অস্বীকার করে। 

এই ঘটনার জের ধরে পাকিস্তানে হামলা চালায় ভারত।  পাকিস্তানের  আকাশসীমায় ঢোকায় দুই ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান।  এ সময় ভারতীয় বিমানবাহিনীর দুই পাইলটকে আটক করে পাক সেনারা।  পরে তাদেরকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান সরকার। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু