টাইগারদের আসল প্রতিপক্ষ বাতাস

ই-বার্তা ডেস্ক।।    প্রথম টেস্টে খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ। হারের প্রধান অজুহাত ছিলো কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে না পারা। কজন্ডীশনে আরোপ বাংলাদেশের বিপরীতে নিয়ে গেছে কিউই জনপদের বাতাস।

আগামীকাল বাতাসের শহর ওয়েলিংটনে সিরিজে সেই টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ দল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এবারের নিউজিল্যান্ড সফরে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি বাংলাদেশ খেলবে ভূমিকম্পের শহর ক্রাইস্টচার্চে। ভূমিকম্পের শহরে নিউজিল্যান্ডকে নাড়িয়ে দেয়ার আশা বাঁচিয়ে রাখতে আগে টিকে থাকতে হবে সিরিজে।

নিউজিল্যান্ডে সফরকারী দলগুলোকে সবচেয়ে বেশি ভুগতে হয় বাতাসের সঙ্গে মানিয়ে নিতে। সেখানে ওয়েলিংটনের পরিচিতিই বাতাসের শহর হিসেবে। যেখানে সবসময়ই বাতাসের তীব্রতা থাকে প্রবল। তবে ওয়েলিংটনের বাতাস আপাতত নাড়াতে পারছে না দলের মনোবল। বাতাসের চেয়েও বড় শত্রু এখন চোট। কব্জি ও পাঁজরের চোটের কারণে প্রথম টেস্টে খেলা হয়নি মুশফিকুর রহিমের। আশা ছিল, দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে।

তবে কোচের কথায় জানা গেলো এখনো নিশ্চিত নয় মিস্টার ডিপেন্ডেবল। ক্রিকেট বলে খেলার সময় এখনো ব্যাথা অনুভব করেন মুশফিক।

তবে সবকিছু ঠিকঠাক থাকলে এই টেস্টে ফিরছেন মোস্তাফিজ। ওয়েলিংটনে শেষ সাত টেস্টে পাঁচশ’ ছাড়ানো পাঁচটি ইনিংস আছে নিউজিল্যান্ডের। এতেই স্পষ্ট ফেরার ম্যাচে কতটা কঠিন পরীক্ষা দিতে হবে মোস্তাফিজকে। তবে সবকিছু ছাপিয়ে কথা বলছে বাতাস। দেখা যাক এই লড়াইয়ে জয়ীর খাতার কার নাম লেখা হয়।

ই-বার্তা/ মাহারুশ হাসান