প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুল ছাত্রলীগের সভাপতি নিহত


ই-বার্তা প্রকাশিত: ৮ই মে ২০১৭, সোমবার  | সকাল ১১:১৯ চট্টগ্রাম

ই-বার্তা।। কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি স্কুলে ছাত্রলীগের গঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের সাথে সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগের কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর পরই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পালংখালী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান জাবু ছুরিকাঘাতে নিহত হয়। সে ফারিরবিল এলাকার মৃত জাফর আলমের ছেলে।

পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি পালংখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের গঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ভোটের মাধ্যমে আজ জাবু সভাপতি নির্বাচিত হয়। এতে পরাজিত পক্ষ ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থল থেকে নিহত মজিবুর রহমান জাবুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ