৩.৯২ শতাংশ রপ্তানি আয় প্রবৃদ্ধি


ই-বার্তা প্রকাশিত: ৮ই মে ২০১৭, সোমবার  | বিকাল ০৫:৫২ বাণিজ্য


ই-বার্তা প্রতিবেদক।।বাংলাদেশের ২ হাজার ৮৭২ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি আয় হয়েছে ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে । এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৯২ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ১০ মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৭৬৩ কোটি ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ সোমবার রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত এপ্রিল মাসে ২৭৭ কোটি ডলারের পণ্য রপ্তানি আয় হয়েছে। এর আগের অর্থবছরের এপ্রিলের চেয়ে এই আয় সাড়ে ৩ শতাংশ বেশি।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে ২ হাজার ৩১৩ কোটি ডলার, প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ২১ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২ হাজার ২৬৩ কোটি ডলার।চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার। তবে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ২৫ শতাংশ পিছিয়ে আছে বাংলাদেশের পণ্য রপ্তানি।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য এর আরও সংবাদ