৩০ মিনিটের জন্য অচল ফেসবুক


ই-বার্তা প্রকাশিত: ৯ই মে ২০১৭, মঙ্গলবার  | সকাল ১১:৫৩ ইন্টারনেট

ই-বার্তা।। বিশ্বের কয়েকটি দেশে একসঙ্গে ফেসবুকে সমস্যা দেখা দিয়েছে। এ সময় অনেকে ফেসবুকে ঢুকতে পারেননি ব্যবহারকারীরা। আকস্মিকভাবে ফেসবুক এমন সমস্যা নিয়ে টুইটারে অনেকে টুইট করেছেন। বিশ্বজুড়ে একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমস্যার সম্মুখিন হয়েছেন ব্যবহারকারীরা।

মঙ্গলবার বিশ্বের বিভিন্নস্থানের ব্যবহারকারীরা প্রায় ৩০ মিনিটের ওপর ফেসবুক ব্যবহার করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ব্যবহারকারীরা মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করতে পারেননি।

তবে কি কারণে এই সমস্যা হয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি বর্তমান প্রযুক্তি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানটি।
ইয়াহু নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, উত্তর আমেরিকাসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের সমস্যার মুখোমুখি হন। অনেকে ফেসবুকে লগইন করতে গেলে- ‘সামথিং ওয়েন্ট রং’ দেখতে পান।

সকালে বাংলাদেশের অনেক ব্যবহারকারীও ফেসবুকে প্রবেশ করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে ‘সামথিং ওয়েন্ট রঙ’ লিখা মেসেজ পান।
এদিকে ফেসবুক ক্রাশের ১০মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হ্যাশট্যাগের মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট এর আরও সংবাদ