মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব: মালয়েশিয়া


ই-বার্তা প্রকাশিত: ১৪ই মে ২০১৭, রবিবার  | রাত ০৯:২৫ বাণিজ্য


ই-বার্তা প্রতিবেদক।। বাংলাদেশ ও মালয়েশিয়ার সঙ্গে প্রথম ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) বসতে যাচ্ছে । সোমবার ঢাকায় দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে।বৈঠকে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে মালয়েশিয়া।

সোমবার বিকেলে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। মালয়েশিয়ার পররাষ্ট্র সচিব দাতো রামলান বিন ইব্রাহিম নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন। এ লক্ষ্যে রোববার দুপুরে তিনি ঢাকায় পৌঁছেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনশক্তি, বাণিজ্য ও বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে সহযোগিতাসহ দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।বৈঠকে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বৈধ করে নেয়ার প্রস্তাব দেয়া হবে।পাশাপাশি জিটুজি প্লাস পদ্ধতির আওতায় আরও বেশি সংখ্যক শ্রমিক নেয়ার অনুরোধও জানানো হবে।
কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক বর্তমান সময়ে শীর্ষ পর্যায়ে রয়েছে।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য এর আরও সংবাদ