পাঁচটি দেশে বিশেষ দূত পাঠাবে দক্ষিণ কোরিয়া


ই-বার্তা প্রকাশিত: ১৫ই মে ২০১৭, সোমবার  | দুপুর ০১:১৩ এশিয়া

ই-বার্তা।। নিজেদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার লক্ষ্য নিয়ে শিগগিরি পাঁচটি দেশে বিশেষ দূত পাঠাবে দক্ষিণ কোরিয়া। নতুন প্রেসিডেন্ট মুন জে-ইনের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই এ পদক্ষেপ নিতে যাচ্ছে সিউল।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন থেকে সোমবার দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে- আমেরিকা, রাশিয়া, চীন, জাপান ও জার্মানিতে বিশেষ দূত পাঠানো হবে। সম্পর্ক কীভাবে আরো দৃঢ় করা যায় তা নিয়ে এসব দেশের উঁচু পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কোরিয় দূতেরা আলোচনা করবেন।

জানা গেছে- পাঁচ দূতের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী লি হে-চ্যানও থাকবেন এবং তাকে চীনে পাঠানো হবে। বিবৃতি অনুসারে, আমেরিকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হং সিয়োক-হিউনকে পাঠানো হবে ওয়াশিংটনে। বাকি তিন দূতের নাম জানা যায় নি। উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার টানাপড়েন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকবে বিশেষ দূতদের আলোচনার গুরুত্বপূর্ণ এজেন্ডা।
গতকাল উত্তর কোরিয়া সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

পিয়ংইয়ং দাবি করেছে, এটি ছিল ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং তা বিশালাকারের পরমাণু বোমা বহনে সক্ষম।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ