বেসরকারিভাবে প্রথম রকেট উৎক্ষেপণ


ই-বার্তা প্রকাশিত: ২৫শে মে ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:৩৫ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক।।বেসরকারিভাবে এই প্রথম রকেট উৎক্ষেপণ করলো এক মার্কিন কোম্পানি।রকেটি পাঠিয়েছে নিউজিল্যান্ডের একটি কেন্দ্র থেকে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, মার্কিন কোম্পানি রকেট ল্যাব বিশ্বে প্রথম ‘প্রাইভেট লঞ্চিং’ সুবিধা নিয়ে মহাশুণ্যে এই রকেট পাঠিয়েছে।

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় মাহিয়া দীপের একটি বেসরকারি কেন্দ্র থেকে ১৭ মিটার বা ৫৮ ফুট দৈর্ঘ্যের এই রকেটটিকে উৎক্ষেপণ করা হয় রকেট ল্যাব এক টুইটবার্তায় জানা যায়।

তারা আরো জানিয়েছে, নিউজিল্যান্ড থেকে এটিই তাদের প্রথম উৎক্ষেপণ ছিলো। আর এর মাধ্যমেই মহাশুণ্যে ছোট ছোট উপগ্রহ ও অন্যান্য জিনিস প্রেরণের উদীয়মান বাজারে প্রবেশ করেছে তারা। এছাড়া এ বছরের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে রকেট উৎক্ষেপণেরও চিন্তা করছে কোম্পানিটি।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ