আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ১ যুগ


ই-বার্তা প্রকাশিত: ২৬শে মে ২০১৭, শুক্রবার  | দুপুর ১২:৩৬ ক্রিকেট

ই-বার্তা।। ২০০৫ সালের ২৬ মে লর্ডসে মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। ঐতিহ্যবাহী লর্ডসের অভিষেকের পর আজ ২০১৭ সালের ২৬শে মে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর পূর্ণ হলো বাংলাদেশ টেস্ট দলের বর্তমান অধিনায়কের। কাকতালীয়ভাবে এক যুগ পূর্তির দিনেও সেই ইংল্যান্ডেই অবস্থান করছেন টাইগারদের টেস্ট অধিনায়ক।

অভিষেকের ম্যাচ স্মরণীয় করে রাখতে পারেননি মুশফিক। প্রথম ইনিংসে ম্যাথু হগার্ডের বলে বোল্ড হয়েছিলেন ১৯ রান করার পর। আর দ্বিতীয় ইনিংসে অ্যান্ড্রু ফ্লিনটফের বলে আউট হওয়ার আগে করেন ৩ রান।

২০০৫ সালে সাদা পোশাকে অভিষেক হবার পর ২০০৬ সালেই ওয়ানডে(৬ আগস্ট, ২০০৬) ও টি-টোয়েন্টি(২৮শে নভেম্বর, ২০০৬) অভিষেক হয় মুশফিকের।

দীর্ঘ এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিক ৫৪ টেস্ট, ১৭২ ওয়ানডে ও ৫৯টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ত্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান ৮২২৬।

৫৪ টেস্টে ৫টি সেঞ্চুরি ও ১৭টি ফিফটিসহ করেছেন ৩২৬৫ রান। সর্বোচ্চ ২০০। দেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তিটি এই ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের। ১৭২ ওয়ানডেতে ৪টি সেঞ্চুরি ও ২৪টি ফিফটি সহ করেছেন ৪২৩৫ রান। ৫৯ টি-টোয়েন্টিতে ১টি ফিফটি সহ করেছেন ৭২৬ রান।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ