সাদা মনের মানুষ সুব্রত ভট্টাচার্য- পঞ্চম পর্ব


ই-বার্তা প্রকাশিত: ২৭শে মে ২০১৭, শনিবার  | দুপুর ১২:৫১ দেশ

যখন সুন্দরের পরিপন্থী কোনো কাজ সম্পাদিত হয়, যখন অনিয়মকে নিয়ম বলে চালবাজি চলে অহর্ণিশ, যখন সংস্কৃতির ব্যানারে উপস্থাপন হয় অপ-সংস্কৃতি, যখন অর্থের লোভে ভালো - মন্দ বিচার করবার আগেই মানুষনামী জঙ্গীরা করছে গুম-খুন-বোমাবাজি আর সন্ত্রাসী, তখনই হচ্ছে চরম দুর্নীতি ।
সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সাদা মনের সুব্রত ভট্টাচার্য আজ বদ্ধ পরিকর। তাঁর এ প্রতিরোধ কোনো লাঠি, অস্ত্র, বন্দুক কিংবা আনবিক-পারমানবিক বোমা দিয়ে নয়, এ প্রতিরোধ তিনি গড়ে তুলতে চান মানবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে । ২০০৬ সাল থেকে এ পর্যন্ত তিনি এই মহৎ কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন । তাইতো তাঁর লেখা একটি বিখ্যাত কবিতা, "মানবিক বোমা " যেটি সুন্দর মানুষ হওয়ার একটি আদর্শ ককটেল হিসেবে প্রত্যেক দুর্নীতিবাজ মানুষকে অসৎ রাস্তা পরিহার করতে সাহায্য করবে। যদিও একটি প্রচলিত প্রবাদ আছে, "চোরে না শোনে ধর্মের কাহিনী”।

এবার সুব্রত ভট্টাচার্যের আরেকটি অসাধারণ গুনের ব্যাখ্যা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। শিক্ষক সুব্রত ভট্টাচার্য, শিল্পী সুব্রত ভট্টাচার্য এবং সংগঠক সুব্রত ভট্টাচার্য এখন কুড়িগ্রাম জেলা লেখক পরিষদের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। একজন মানুষের এতগুলো গুনের পেছনে প্রধান কারণ তার কর্মস্পৃহা ও আন্তরিকতা। নিজেকে মানুষের বুকের মাঝে বেঁচে রাখবার একটা মহৎ ভাবনা। লেখক পরিষদের সভাপতি হয়েছেন জানুয়ারি ২০১৭ তে। সভাপতি হবার পরে নয় তার অনেক আগেই তিনি যে কয়েকটি প্রবন্ধ লিখেছেন যা পরবর্তী সাহিত্যমোদী পাঠকগণের জন্য একটি আদর্শের মাইলফলক হিসেবে দেখা দেবে। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফসল সেই অনবদ্য প্রবন্ধগুলো হচ্ছে-
১| নজরুলের স্বপ্ন "অভেদ সুন্দর সাম্যবাদ"
২| একই ধারার তিন সোপান
৩| পুরানো সেই দিনের কথা
৪| ভারতীয় উপমহাদেশের মার্গ সংগীত এবং এর ক্রমবিবর্তন
৫| একালের বুদ্ধদেব মহাত্মা গান্ধী
৬| চাই চেতনাশ্রয়ী আত্ম সমালোচনা
৭ | চাই শুভ শক্তির বোধন
৮| পৌষ মেলার টানে রবিতীর্থ শান্তিনিকেতনে
তাঁর লেখা মাত্র দুটি কবিতাই প্রায় ২০০ কবিতার সমান। কবিতাদুটো হচ্ছে-
১| মানবিক বোমা
২| মহাক্ষেম
আর যে বইটি লিখতে তাঁর সময় লেগেছিল কমপক্ষে হলেও দশ বছর । সে বইটির নাম "সনাতন সংস্কৃতি" যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য পাঠ্য তালিকায় স্থান পেতে যাচ্ছে।

রেজাউল করিম রেজা
(লেখাটি চলবে, চোখ রাখুন)

সর্বশেষ সংবাদ

দেশ এর আরও সংবাদ