দারুণ সব ফিচারের হুয়াওয়ে পি১০


ই-বার্তা প্রকাশিত: ২৮শে মে ২০১৭, রবিবার  | রাত ০৮:০৩ স্মার্টফোন



ই-বার্তা প্রতিবেদক।। হুয়াওয়ে পি সিরিজের সর্বশেষ ফোন পি১০। ফোনগুলো থেকে অসাধারণ সব ছবি আশা করেন সবাই। ক্যামেরায় সেরা পারফরমেন্স দেখানোর চেষ্টা করে থাকে। ডুয়াল ক্যামেরার পাশাপাশি বিশ্বখ্যাত ক্যামেরা নির্মাতা লাইকার ব্র্যান্ডিং থাকায় কারও মনে এ নিয়ে সন্দেহ থাকে না।
হাইএন্ডের এ ফোনের নতুন সংস্করণে ক্যামেরা ছাড়া অন্যান্য ফিচারও কম নয়। ডুয়াল সিম বা সিঙ্গল সিম,৫.১ ইঞ্চি, ১৯২০x ১০৮০ পিক্সেল রেজুলেশনের আইপিএস–নিও এলসিডি ডিসপ্লে,৪ গিগাবাইট র্যা ম,৮ মেগাপিক্সেল, f/1.9 অ্যাপার্চার ফ্রন্ট ক্যামের,৩২০০ এমএএইচ ধারণক্ষমতার ব্যাটারি, ফাস্ট চার্জিং
ডিজাইন
হুয়াওয়ে পি৮ ফোনটির ডিজাইন সে সময় সাড়া ফেলেছিল। এ ডিজাইনকে ভিত্তি ধরে এরপর পি৯ ও আজকের পি ১০ এসেছে। পি ১০ ফোনটি বেশ কিছু রঙয়ে বাজারে পাওয়া যাবে।সিরামিক হোয়াইট, ড্যাজলিং ব্লু, ড্যাজলিং গোল্ড, প্রেস্টিজ গোল্ড গ্রাফাইট ব্ল্যাক, মিস্টিক সিলভার, রোজ গোল্ড ও গ্রিনারি থেকে পছন্দেরটি বেছে নিতে পারবেন
ডিসপ্লে
ফুল এইচডি ৫.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের ফোন বাজারে অনেক থাকলেও পি ১০ ফোনে ব্যবহৃত আইপিএস নিও প্রযুক্তির প্যানেল অন্যসব আইপিএস প্যানেলের চাইতে বেশি কন্ট্রাস্ট ও ব্রাইটনেস দিতে সক্ষম। হুয়াওয়ের দাবি, ডিসপ্লেটিতে অন্তত ৬০০ নিট পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে – পরীক্ষা করে তেমনটিই দেখা গেছে।
কন্ট্রাস্টের দিক থেকেও ফোনটি খুবই এগিয়ে রয়েছে- ১৪২৩:১ কন্ট্রাস্ট রেশিও সহজ কথা নয়।
ক্যামেরা
ফোনটিতে পেছনে ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার একটি ২০ মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর ও অপরটি ১২ মেগাপিক্সেল ফুল কালার সেন্সর। বলা যেতে পারে এটিই আসলে ফোনটির মূল ক্যামেরা।
দুটি সেন্সরের সামনেই f/2.2 অ্যাপার্চারের লেন্স দেওয়া হয়েছে, যা ২০১৭ সালের তুলনায় কিছুটা কম বলা যেতে পারে। কেননা বেশ কিছু বছর ধরেই f/2.0 বা f/1.8 সহ ক্যামেরা মূলধারায় চলে এসেছে।
মূল্য
ফোনটি প্রি–অর্ডারে সরাসরি হুয়াওয়ের কাছ থেকে ৫৬ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।বাইরে গ্রে মার্কেটে আরও কমে ওয়ারেন্টি ছাড়া পাওয়া যেতে

সর্বশেষ সংবাদ

স্মার্টফোন এর আরও সংবাদ