ভূমিধসে শ্রীলংকায় নিহতের সংখ্যা বেড়ে ১৫১


ই-বার্তা প্রকাশিত: ২৯শে মে ২০১৭, সোমবার  | দুপুর ০২:২৫ এশিয়া

ই-বার্তা ডেস্ক ।। বন্যা ও ভূমিধসে শ্রীলংকায় নিহতের সংখ্যা বেড়ে ১৫১ তে দাঁড়িয়েছে। রোববার উদ্ধার অভিযানের সময় মাটির নিচ থেকে আরো লাশ তোলার পর নিহতের সংখ্যা বেড়ে যায়। এখনো ১১১ জন নিখোঁজ রয়েছে।

গতকাল বৃষ্টিপাত বন্ধ থাকায় সেনাবাহিনী মারাত্মক দুর্গত এলাকার রাস্তাঘাট পরিষ্কার করতে সক্ষম হয়। এতে দুর্গম অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা সহজ হবে।

তবে সোমবার আবার প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। মৌসুমি বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল থেকে অন্তত এক লাখ মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছে। নতুন করে বৃষ্টিপাত হলে এসব মানুষের দুর্ভোগের মাত্রা বেড়ে যাবে বহুগুণ।

উদ্ধার অভিযানের প্রধান মেজর জেনারেল সুদান্থা রানাসিংহে বলেছেন, ভূমিধসে নিখোঁজ ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ