হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি পেলেন জাকারবার্গ


ই-বার্তা প্রকাশিত: ২৯শে মে ২০১৭, সোমবার  | বিকাল ০৫:২৩ ইন্টারনেট




ই-বার্তা প্রতিবেদক।। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অব ল’ ডিগ্রি পেয়েছেন মার্ক জাকারবার্গ।সামাজিক মাধ্যম ফেসবুক গড়ার অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় থেকেই ১৩ বছর পর সম্মানসূচক ডিগ্রি অর্জন করলেন তিনি। তথ্যানুযায়ী, ২০০৪ সাল পর্যন্ত হার্ভার্ডের ছাত্র ছিলেন তিনি।
বর্তমান প্রজন্ম এবং পারিপার্শ্বিকতা তুলে ধরে তিনি বলেন, ‘দারুণ কিছু একটা করার জন্য লেগে থাকা উচিত। আমাদের সিস্টেমেই কিছু সমস্যা আছে। আমি ১০ বছরেই বিলিয়নিয়ার হয়েছি। কিন্তু এখানে লাখ লাখ শিক্ষার্থী আছে যারা নিজেদের পড়াশোনার ঋণগুলোই ঠিকমতো পরিশোধ করতে পারে না। ব্যবসা শুরু করা তো বহু দূরের ব্যাপার। বর্তমানে আমরা খুব অস্থির একটা সময় পার করছি।’
“বিশ্বায়নের দৌঁড়ে কিছু মানুষ পিছিয়ে যাচ্ছে, কিছু বিষয় নিয়ে বিবাদ চলছে। একদিকে আছে স্বাধীনতা, উন্মুক্ততা ও গ্লোবাল কমিউনিটিগুলো, অন্যদিকে আছে স্বৈরতন্ত্র, বিচ্ছিন্নতাবাদ ও জাতীয়তাবাদ। যারা জ্ঞান, ব্যবসা বাণিজ্যের প্রসার ও অভিবাসনের বিরুদ্ধে তারাই সবকিছুর গতি কমিয়ে দিতে চায়। এই লড়াইটা দেশভিত্তিক নয় বরং চিন্তা ভিত্তিক। শুধু জিডিপি দিয়ে উন্নয়ন মাপলে হবে না বরং আমাদের উচিৎ অর্থবহন করে এমন কিছু করা।’’
মাত্র ৩৩ বছর বয়সী এই বিলিয়নিয়ার ডিগ্রি প্রাপ্তির ভাষণে নিজের বিশ্ববিদ্যালয়ের নবীনদের দেয়া ভাষণে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, প্রেম এবং ফেসবুক গড়ার পুরোনো কথাগুলো তুলে ধরেন আবেগ ভরা কণ্ঠে।সম্মানসূচক এই ডিগ্রি নিতে বাবা-মাকে নিয়ে জাকারবার্গ হাজির হয়েছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ এই বিশ্ববিদ্যালয়ে।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট এর আরও সংবাদ