উমা দেবী হত্যা ৫ জনের ফাঁসি


ই-বার্তা প্রকাশিত: ৬ই জুন ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:০৬ অপরাধ

ই-বার্তা ।। ইত্তেফাকের সিংগাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী হত্যা ও ডাকাতি মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ ও ২০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ইসহাক ভূইয়া (৪০), ইমান আলী (৪৫), বাচ্চু (৪৫), শহিদুল ইসলাম (৪০) ও নান্নু মিয়া (২৪)।

এরমধ্যে শহিদুল ইসলামের বাড়ি সাভারের আশুলিয়া দক্ষিণ বাইপাইল এবং অন্যদের বাড়ি সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায়।

২০১০ সালের ৯ আগস্ট রাতে সিংগাইর পুকুরপাড় এলাকায় উমা দেবীকে তার নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। এসময় তারা ওই বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ঘটনার পরের দিন উমা দেবীর ছেলে মানবেন্দ্র চক্রবর্তী সিংগাইর থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।

২০১১ সালের ২৭ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম আদালতে ওই ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

এ মামলার দুই আসামি ইমান আলী ও নান্নু মিয়া জামিন নিয়ে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি মধুর নাথ সরকার। আর আসামিপক্ষে ছিলেন মেজবাউল হক মেজবা, মাধব সাহা ও শিপ্রা রাণী সাহা।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ