ফেইসবুকে বিটিআরসির ৩৩০ অভিযোগ


ই-বার্তা প্রকাশিত: ৮ই জুন ২০১৭, বৃহঃস্পতিবার  | রাত ০৮:৫৯ ইন্টারনেট



ই-বার্তা প্রতিবেদক।। ফেইসবুকের কাছে প্রায় সাড়ে চার বছরে ৩৩০ টি অভিযোগ পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসব তথ্য জানান।

তিনি বলেন, ২০১৪ সালের শুরু হতে চলতি বছরের ২৮ মে পর্যন্ত পাঠানো এসব অভিযোগের মধ্যে ফেইসবুক কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে ১১৭ টির।অপরাধ কমাতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি এবং ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ ঠেকাতে ইন্টারনেট সেফটি সলিউশান কেনার প্রক্রিয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

অন্য আরেক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত দেশে মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ১৪ হাজার ২০৬।
সবচে বেশি গ্রাহক গ্রামীণফোনের।তাদের ৬ কোটি ৪ লাখ ৬ হাজার ২৭১, রবি ও এয়ারটেলের ৩ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৫৬৩, বাংলালিংকের ৩ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ৮৪৯ এবং টেলিটকের ৩৮ লাখ ৩০ হাজার ৫২৩ জন গ্রাহক রয়েছে।

টেলিটকের নেটওয়ার্ক বেসরকারি কোম্পানির তুলনায় বিস্তৃত না হওয়ায় তুলনামূলকভাবে এর গ্রাহক কম বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট এর আরও সংবাদ