ফিফার র‌্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিল


ই-বার্তা প্রকাশিত: ৯ই জুন ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:১২ ফুটবল

ই-বার্তা ।। গত কয়েক মাসের মত এ মাসেও ফিফার র্শীষ অবস্থান ধরে রেখেছে ব্রাজিল। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনার থেকে ৮৯ পয়েন্ট এগিয়ে থেকে ফুটবল বিশ্বে আবারও রাজত্বে আভাস দিচ্ছে নেইমাররা। ব্রাজিলের রেটিং পয়েন্ট ১৭১৫ অপর দিকে ১৬২৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে দ্বিতীয় অবস্থানে।

দীর্ঘ সাত বছর পর গত র্মাচে আর্জেন্টিনাকে টপকিযে ফিফার র্যাং কিংয়ের শীর্ষে উঠেছিল ব্রাজিল। পয়েন্টের হিসাবে তাদের র্শীষ অবস্থান আরো পাকাপক্ত্ব করে চলছে।

২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার ১০টি দেশের মধ্যে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে চারটি দল। এ অঞ্চল থেকে ১৪ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল।

অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। বাকি চারটি ম্যাচে হোঁচট খেলে বেশ দুর্দশার মধ্যেই পড়তে হবে তাদের। সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও ঘোর অনিশ্চয়তার মধ্যে আছে আর্জেন্টিনা।


ফিফা র্যাং কিংয়ে শীর্ষ ১০ দল

ব্রাজিল -১৭১৫
আর্জেন্টিনা -১৬২৬
জার্মানি -১৫১১
চিলি -১৪২২
কলম্বিয়া -১৩৬৬
ফ্রান্স -১৩৩২
বেলজিয়াম -১২৯২
পর্তুগাল -১২৬৭
সুইজারল্যান্ড-১২৬৩
স্পেন -১১৯৮

সূত্র: ফিফা

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ