পাকিস্থানের বন্দরে ভিড়েছে ৩ চীনা যুদ্ধজাহাজ


ই-বার্তা প্রকাশিত: ১২ই জুন ২০১৭, সোমবার  | বিকাল ০৫:০১ এশিয়া

ই-বার্তা ।। চার দিনের শুভেচ্ছা এবং প্রশিক্ষণ সফরের জন্য পাকিস্তানের বন্দর নগরী করাচিতে চীনা তিন যুদ্ধজাহাজ নোঙ্গর করেছে। আজ(রোববার) এ তিন যুদ্ধজাহাজ ভিড়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।
চীনা নৌবহরের কমান্ডার শেন হাও বলেছেন, এ সফরের মধ্য দিয়ে

পারস্পরিক আস্থা এবং সহযোগিতা জোরদার করতে হবে। এ সফর দু’ দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও যোগাযোগ আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্ব শান্তির ক্ষেত্রে ভূমিকা রাখবে। পাশাপাশি অভিন্ন উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

পাক নৌবাহিনীর প্রধান বলেছেন, চীনা নৌবহর সমুদ্র পথের সহযোগিতা বাড়াবে।

করাচিতে থাকার সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ