ভারতের ব্যাটিংয়ের বিপরিতে পাকিস্তানের বোলিং


ই-বার্তা প্রকাশিত: ১৭ই জুন ২০১৭, শনিবার  | বিকাল ০৫:৪৯ ক্রিকেট

ই-বার্তা।। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যাবধানে হারার পর নিজেদের ভালোমত গুছিয়ে নিয়েছে পাকিস্তান। একদিকে ভারতের শক্তিশালি ব্যাটিংয়ের বিপরিতে অন্যদিকে পাকিস্তানের রয়েছে শক্তিশালি বোলিং।

এবারের আসের বেশি রান সংগ্রহের প্রথম পাঁচ জনের ভরতের রয়েছে তিন জন। এ তালিকাই ৩১৭ রান নিয়ে সবার উপরে আছে শিখর ধাওয়ান। ৩০৪ রান নিয়ে দ্বিতীয় রোহিত শর্মা আর ২৫৩ রানে বিরাট কোহলি আছে পঞ্চম স্থানে।

অন্য দিকে পাকিস্তানের বোলিংদের হাত ধরে উঠে এসেছে ফাইনাললে। যে কোন দলের বিপক্ষে ম্যাচের ফলাফল গড়ে দিতে পারেন নিমেশে। উইকেট সংগ্রহের দিক থেকে সবার উপরে আছেন পাকিস্তানের হাসান আলী। চার ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট। তিন ম্যাচে সাত উইকেট নিয়ে চর্থুত স্থানে আছেন জুনায়েত খান।

আগামী ১৮ জুন অনুষ্টিত আসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ক্রিকেট বিশ্ব যেমন ভারতের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবে তেমন তাকিয়ে থাকবে পাকিস্তানের বোলিংয়ের দিকে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ