ডিম পোস্ত


ই-বার্তা প্রকাশিত: ২৯শে জুন ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ১২:১৫ মেডিকেল

ঈদ স্পেশাল রেসিপি > ৮

যা যা লাগবে-
পিঁয়াজ কুচি ৩ টা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, কাঁচামরিচ কুচি ২ টা, তেজাপাতা ২ টা, এলাচ ৪ টা, লবঙ্গ ৪ টা, দারুচিনি ১ টা, ৬ টেবিল চামচ সর্ষের তেল, লবণ স্বাদমতো।

প্রণালি-
পোস্তদানা ভিজিয়ে রাখুন এক ঘন্টা। এরপর কাঁচামরিচের সাথে বেটে নিন।ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিন। এরপর লম্বালম্বি অর্ধেক করে কাটুন। এর ওপর ছড়িয়ে দিন লবণ, হলুদ গুঁড়ো এবং একটু মরিচ গুঁড়ো। সাবধানে মাখিয়ে নিন যাতে ডিমগুলো ভেঙ্গে না যায়। চ্যাপ্টা একটি ফ্রাইপ্যান গরম করে নিন। এতে দিন দুই টেবল চামচ সর্ষের তেল। কাটা অংশ নিচের দিকে দিয়ে ডিমগুলোকে ভেজে নিন। একদিক ভাজা হলে উল্টে ওপর দিকটি ভেজে নিন। এরপর উঠিয়ে রাখুন। ওই একই সসপ্যানে বাকি তেলটুকু দিয়ে দিন। তেল গরম হলে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিন এবং ৩০ সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিন। এরপর এতে দিন পিঁয়াজ, রসুন এবং আদা। পিঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে এলে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং আধা কাপ পানি দিন। জ্বাল কমিয়ে রান্না করুণ যাতে পিঁয়াজ পানিতে নরম হয়ে আসে। মশলার ওপর তেল চলে এলে পোস্তদানা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন, তেল আবারও ওপরে উঠে আসবে। ঝোলের মাঝে ছেড়ে দিন ভাজা ডিমগুলো। এক মিনিটের মতো ঝোলে রান্না হতে দিন ডিমগুলোকে। খুব সহজেই তৈরি হয়ে গেলো ডিম পোস্ত। পরিবেশনের সময়ে ওপরে ছড়িয়ে দিন টাটকা ধনেপাতা।

সর্বশেষ সংবাদ

মেডিকেল এর আরও সংবাদ