অস্ট্রেলিয়া না আসলে বিকল্প ভেবে রেখেছে ভারত


ই-বার্তা প্রকাশিত: ৭ই জুলাই ২০১৭, শুক্রবার  | বিকাল ০৩:৪২ ক্রিকেট

ই-বার্তা।। বেতন-ভাতা নিয়ে সৃষ্টি অচলাবস্থার কোন সমাধান না হওয়ায় একভাবে ধর্মঘটে আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এরই মধ্যে দ. আফ্রিকা সফর বাতিল করছে অসিরা। এই অবস্থায় স্মিতদের বাংলাদেশ সফর, এমনকি ভারত সফরও ঝুলে রয়েছে। তাই সৃষ্ট পরিস্থিতিতে বিকল্প ভাবতে শুরু করেছে ভারত। যদি অস্ট্রেলিয়ার না আসে তাহলে দেশের মাটিতে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে আলাদা আলাদাভাবে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ইতোমধ্যেই নিউজিল্যান্ড-শ্রীলঙ্কাকে এ ব্যাপারে জানিয়েছে


তারা। এমনকি তাতে রাজিও আছে ওই দুই বোর্ড। ফলে নভেম্বর-ডিসেম্বরে হতে পারে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তাবিত এই দ্বিপাক্ষিক সিরিজ। এ প্রসঙ্গে শ্রীলঙ্কার পক্ষ থেকেও সাড়া পাওয়া গিয়েছে। একজন মুখপাত্র জানিয়েছেন, সফরের সূচি নিয়ে কাজ চলছে। সফরে টেস্ট ওয়ানডে দুটিই থাকবে।

অন্যদিকে নিউজিল্যান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও বছরের শেষ দিকে সম্ভাব্য এই সফরে শুধু সীমিতওভারের ম্যাচই থাকবে। টেস্ট না হওয়ার সম্ভাবনা বেশি বলেই জানা গেছে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ