মাঠে মেসির পজিশনের পরির্বতন


ই-বার্তা প্রকাশিত: ১৪ই জুলাই ২০১৭, শুক্রবার  | বিকাল ০৪:৪৬ ফুটবল

ই-বার্তা।। নতুন কোচের অধীনে মাঠে মেসির পজিশনের পরিবর্তন হচ্ছে। ফরোর্য়াড থেকে তাকে মিডফিল্ডে নিয়ে আসা হবে। কারণ বার্সেলোনার নতুন কোচ আর্নেস্তো ভালভারদের নাকি বার্সার একাদশ সাজাতে চান ৩-৪-৩ ফরম্যাটে। এমনটাই জানিয়েছেন দলটির ডিফেন্ডার জেরার্ড পিকে।

সর্বশেষ মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে সর্বোচ্চ ৩৭ গোল করেন মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজদের পেছনে ফেলে ‘গোল্ডেন বুড’ জিতে নেন বার্সা সুপারস্টার। আগামী মৌসুমে বার্সায় আগের গোলদাতা সেই মেসিকে সেভাবে দেখা যাবে না! কারণটা কী?

বার্সার স্পনসরদের এক অনুষ্ঠানে গিয়ে পিকে বলেন, আমরা বয়সে বুড়িয়ে যাচ্ছি। শারীরিক সক্ষমতাও যাচ্ছে কমে। এটা আসলে সব খেলোয়াড়ের ক্ষেত্রেই ঘটে। কেউ এটা বেশি অনুভব করে, কেউ বা কম। কিন্তু আমরা সবাই নিজস্ব খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ