ইউল্যাবে ইভ টিজিং ও হয়রানি নিয়ে গোল টেবিল আলোচনা


ই-বার্তা প্রকাশিত: ২৫শে জুলাই ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:৫৯ বিশ্ববিদ্যালয়

ইউল্যাব প্রতিনিধি।। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) হয়ে গেল ইভ টিজিং ও হয়রানি নিয়ে বিষদ গোল টেবিল আলোচনা। ইউল্যাব স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে এই আলোচনা ২৪ জুলাই সোমবার ইউল্যাবে ক্যাম্পাস-এ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইউল্যাবের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা জাগানোই ছিল এই অনুষ্ঠানের উদ্দেশ্য।

ইউল্যাব সেকচুয়াল হ্যারাজমেন্ট কমপ্লেইন্টস কমিটির প্রধাণ আরজু ইসমাইল আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন। আলোচকেরা হলেন, প্রো-বোনো লিগ্যাল কাউন্সিলের ব্যারিস্টার মিতি সানজানা এবং ইউল্যাব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মৃত্তিকা কামাল। শিক্ষার্থীরাও এই আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহন করেন এবং অংশ নেয় ব্যাজ ডিজাইনিং প্রতিযোগিতায়। উপস্থিত আলোচকগণ একইসাথে বিচারকের দায়িত্ত পালন করেন এবং বিজয়ীদের নাম ঘোষণা করেন। স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস তাঁদের সকল সদস্যদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ

বিশ্ববিদ্যালয় এর আরও সংবাদ