ঢাবি সিনেট সভা বর্জনের ঘোষণা দিলেন বিএনপিপন্থী শিক্ষকেরা


ই-বার্তা প্রকাশিত: ২৮শে জুলাই ২০১৭, শুক্রবার  | দুপুর ১২:৩৩ বিশ্ববিদ্যালয়

ই-বার্তা ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নিয়োগের বিশেষ সিনেট সভা বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকরা রেজিস্টার্ড গ্রাজুয়েটের ২৫টি প্রতিনিধির পদ খালি রেখে অসম্পূর্ণ সিনেটের মাধ্যমে এই ঘোষণা দিলেন তারা।

শুক্রবার সকাল সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বিশেষ সিনেট সভা সম্পর্কে সাদা দলের অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলনে আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান এ ঘোষণা দেন। সাদা দলের শিক্ষকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান বলেন, প্রায় চার বছরেরও অধিক সময় ধরে অনির্বাচিত উপাচার্যের দ্বারা ঢাবি পরিচালিত হওয়ার পর যখন ২০১৩ সালে উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়, তখনও রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধিসহ অন্য ক্যাটেগরিতেও অনেক সদস্য পদ শুন্য ছিল। আর এর প্রতিবাদে আমরা উপাচার্য প্যানেল নির্বাচনের আহুত সিনেট অধিবেশন বর্জন করেছিলাম। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় সাদা দল এর প্রতিবাদে ২৯ জুলাই ২০১৭ তারিখে আহুত সিনেট অধিবেশন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আগামীকাল সিনেট সভা স্থগিত করে অবিলম্বে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনসহ অন্য ক্যাটাগরির শুন্য পদ সমূহ পূরণের পর উপাচার্য প্যানেল নির্বাচনের আয়োজনের জোর দাবি জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ

বিশ্ববিদ্যালয় এর আরও সংবাদ