বাংলাদেশের ইতিহাসে প্রথম পাইগোপেগাস শিশু আলাদা করা হবে


ই-বার্তা প্রকাশিত: ১লা আগস্ট ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:১৯ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। জন্মের পর থেকে জোড়া লাগা দুই যমজ শিশু তোফা ও তহুরাকে আজ অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এই অস্ত্রোপচার করবেন। শিশুদুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাহনূর ইসলামের অধীনে ভর্তি আছে। সোমবার হাসপাতালের সার্জিক্যাল কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তাদের অস্ত্রোপচারের কথা জানানো হয়।

১০ মাস দুই বোন তোফা ও তহুরা এক শরীরে বড় হয়েছে। পিঠের কাছ থেকে কোমরের নিচ পর্যন্ত তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত। শুধু তাঁদের মাথা, হাত ও পা আলাদা। তারা যেভাবে জোড়া লাগানো, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পাইগোপেগাস। সংবাদ সম্মেলনে বলা হয়, অস্ত্রোপচারে বিভিন্ন বিভাগের প্রায় ১৬ জন সার্জন যুক্ত থাকবেন। তাদের আলাদা করার পর দুটো অপারেশন থিয়েটারে দুই দলে ভাগ হয়ে কাজ করবেন সার্জনরা। অস্ত্রোপচারে আনুমানিক সময় লাগতে পারে ছয় ঘণ্টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফ উল হক বলেন, “শিশু দুটোর মেরুদণ্ডের হাড় জোড়া লাগানো, স্পাইনাল কর্ড কাছাকাছি, তাই ঝুঁকি তো আছেই। তবে আমরা আশাবাদী, অস্ত্রোপচারের পর শিশু দুটো সুস্থ-সবল থাকবে”।

বাংলাদেশের ইতিহাসে পাইগোপেগাস শিশু আলাদা করার ঘটনা এটি প্রথম হবে। এর আগে অন্যান্য হাসপাতালে তিন জোড়া শিশুকে অস্ত্রোপচার করে আলাদা করা হয়েছিল কিন্তু তাদের ধরন ছিল আলাদা। এর আগে জন্মের আট দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তোফা-তহুরার অস্ত্রোপচার করে দুজনের পায়খানার রাস্তা আলাদা করে দেওয়া হয়।

গতকাল সংবাদ সম্মেলনে মা শাহিদা ও বাবা রাজু মিয়া তোফা ও তহুরাকে কোলে নিয়ে বসে ছিলেন। শাহিদা ও রাজু মিয়া গাইবান্ধার বাসিন্দা।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ